প্রথমে ভেবেছিলেন মেছোবাঘ, বাগডাশ জেনে অবমুক্ত

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের সিংড়ায় স্থানীয়দের হাতে আটক হওয়া একটি বাগডাশ উদ্ধার করে অবমুক্ত করেছে স্থানীয় পরিবেশকর্মীরা। প্রথমে এটিকে মেছোবাঘ মনে করে ভয় পেলেও পরে সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রাণীটিকে উপজেলার উদিশা গ্রাম থেকে উদ্ধার করে জঙ্গলে অবমুক্ত করা হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যা ৬টার দিকে বাগডাশটি উপজেলার উদিশা গ্রামের সবুজ কুমারের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় প্রাণীটি দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ ঘটনায় আশপাশের লোকজন মাছ ধরার জাল দিয়ে বাগডাশটিকে আটক করে খাঁচায় বন্দি করে রাখে। খবর পেয়ে পরিবেশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে পাশের জঙ্গলে অবমুক্ত করে।

স্থানীয় বাসিন্দা সবুজ কুমার বলেন, হঠাৎ প্রাণীটি তার বাড়িতে ঢুকে পড়ায় পরিবারের লোকজন ভয় পেয়ে যায়। অচেনা হওয়ায় প্রথমে তারা এটিকে মেছোবাঘ মনে করেছিলেন। পরে পরিবেশকর্মীদের কাছ থেকে এটি বাগডাশ বলে জেনেছেন। প্রাণীটি পরিবেশের জন্য খুব উপকারী জানার পর বাড়ির পাশের জঙ্গলে ছেড়ে দেয়ার অনুরোধ জানান।

রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, এটি ছোট বাগডাশ। ইংরেজি নাম ‘small Indian civet’। প্রাণীটি বীজের বিস্তরণে ও খাদ্যশৃংখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে গাছপালার ক্ষতিকর পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। এছাড়া এই প্রাণীটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ অনুযায়ী সংরক্ষিত।

তিনি আরও জানান, বাগডাশ নিশাচর প্রাণী। ঘাসবন, জঙ্গল, ঘন বনাঞ্চল, পরিত্যক্ত ইটভাটা, ঘরবাড়ি, পরিত্যক্ত গর্ত ইত্যাদিতে বাস করে। একই জায়গায় একসঙ্গে কয়েকটি পরিবার বাস করতে পারে। এরা মূলত সাপ, ব্যাঙ, পাখি, হাঁস-মুরগি-কবুতর, ডিম, মাছ ইত্যাদি খায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply