হঠাৎই জিদানের রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা

|

  • ২০১৬ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হন জিনেদিন জিদান।

টানা তৃতীয় বারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পর আকাশেই উড়ছিল রিয়ার মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাবুতে ভক্তদের সাথে ঘটা করে সাফল্য উদযাপনও করা হয়েছে। এরই মধ্যে বিনা মেঘে বজ্রপাত! পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাদ্রিদ বস জিনেদিন জিদান।

২০২০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে সাথে চুক্তির আওতায় ছিলেন এই ফুটবল গ্রেট। সম্প্রতি লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন রিয়ালকে।

পদত্যাগের সত্যতা শিকার করে এ ফুটবল গ্রেট জানিয়েছেন, আমি মনে করি আমরা সফল। তবে, এখনই সময় কিছু পরিবর্তনের। সেই জন্য নতুন কর্মপদ্ধতি ও পরিকল্পনা নিয়ে এগানো উচিত রিয়াল মাদ্রিদের। দরকার নতুন কোচিং স্টাফ।

এদিকে, রিয়াল মাদ্রিদের ক্লাব প্রেসিডেন্ট ফ্লেরেন্তিনো পেরেজ বলেছেন, এটা আচমকা এসেছে। জিদানের এমন সিদ্ধান্তে আমরা বিস্মিত। তবে, কিছু ইতিবাচক পরিবর্তন ও পর্যবেক্ষণের কথা জানিয়েছেন জিদান। আমরা সেগুলো বিবেচনায় নিচ্ছি।

জিদান যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। রিয়ালের দায়িত্ব ছাড়ার পর এই ফরাসি কিংবদন্তী কোথায় যান সেটিই এখন দেখার বিষয়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply