অবৈধভাবে কিডনি কেনাবেচা সিন্ডিকেটের হোতাসহ গ্রেফতার ৫

|

অবৈধভাবে কিডনি কেনাবেচা সিন্ডিকেটের অন্যতম হোতা মো. শহিদুল ইসলাম মিঠুসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গরীব ও অভাবী মানুষদের চিহ্নিত করে এবং তাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে কিডনি বিক্রি করতো এই চক্র। রাজধানীর ভাটারা, বনশ্রী ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিডনি কেনাবেচা করা এই চক্রের সদস্য সংখ্যা ১৫ থেকে ২০ জন। প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য চক্রটি ২০ হতে ২৫ লাখ টাকা নিতো। আর অসহায়-গরীব যাদের কাছ থেকে কিডনি নেয়া হতো তাদের দিতো সাড়ে চার লাখ টাকা।

চক্রের মূল হোতা শহিদুল নিজের চিকিৎসার জন্য ভারতে গেলে সেখানে কিডনি প্রতিস্থাপনের রোগীদের ব্যাপক চাহিদা দেখতে পায়। পরে দেশে এসে সে নিজেই কিডনি বিক্রির অবৈধ ব্যবসা শুরু করে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply