৫ বছর আগে ট্রান্সফার ফি’র রেকর্ড ভেঙে সবচেয়ে দামি ফুটবলার হিসেবে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে দলে ভেড়ায় ফরাসি ফুটবল ক্লাব (পিএসজি)। এই ব্রাজিলিয়ানকে কেন্দ্র করেই তৈরি হচ্ছিলো পিএসজির ইউরোপ সেরা হবার দল। কিন্তু সেই নেইমার যেন এখন গলার কাঁটা।
তাইতো ম্যানসিটির কাছে নেইমারকে বিক্রি করার প্রস্তাব দিয়েছে ফ্রান্সের ক্লাবটি। রিপোর্ট ফরাসি সাময়িকী ‘লা প্যারিসিয়েন’র বিনিময়ে পর্তুগিজ উইঙ্গার বার্নাডো সিলভাকেও চেয়েছে পিএসজি। কিন্তু সিটি এই প্রস্তাব নাকচ করে দিয়েছে।
‘লে প্যারিসিয়েন’ দাবি করেছে, নেইমারের ব্যাপারে পিএসজির কাছে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু সিটি বস পেপ গার্দিওলা এমন গুঞ্জনকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) ক্লাব আমেরিকার সাথে ম্যান সিটির প্রাক-মৌসুম ম্যাচের আগে গার্দিওলা বলেন, আমি লে প্যারিসিয়েনের জন্য খুবই দুঃখিত, কিন্তু এটা সত্য নয়। আমি তাদের জন্য দুঃখিত কারণ তারা যে তথ্য পেয়েছে সেটি সত্য নয়। নেইমার অসাধারণ একজন খেলোয়াড় এবং আমার জানামতে সে একজন ভালো লোক। পিএসজিতে তাকে পারফর্ম করতে দিন। সূত্র: গোল ডটকম।
জেডআই/
Leave a reply