পাবনায় বিপুল পরিমাণ নকল সিগারেট-ব্যান্ডরোলসহ আটক ২

|

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নকল ডার্বি সিগারেট, নকল ব্যান্ডরোলসহ ফারুক হোসেন ও মাসুদ রানা নামের দুইজনকে আটক করেছে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। এসময় অপর দুইজন পালিয়ে যায় বলে দাবি র‍্যবের। আটককৃতদের সকলের বাড়ি কুষ্টিয়া জেলায়।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় র‍্যাব জানায়, শুক্রবার ভোরে র‍্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল ঈশ্বরদী উপজেলার বড়ইচড়া তেঁতুলতলা মোড়ের ক্লাসিক টোব্যাকো লিমিটেড ফ্যাক্টরির পাশে একটি কক্ষে অভিযান চালায়। এ সময় অভিযানে এক লক্ষ এগারো হাজার শলাকা নকল ডার্বি সিগারেট, দুই কার্টুন নকল ডার্বি সিগারেটের খালি প্যাকেট (লেবেল), বত্রিশ বান্ডিল নকল ব্যান্ডরোলসহ দুইজনকে আটক করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি টের অপর দুইজন পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে নকল সিগারেট তৈরি এবং কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করা জাল ব্যান্ডরোল প্রস্তুত করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল সিগারেট দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply