লস অ্যাঞ্জেলেসের পার্কে দুই গ্রুপের গোলাগুলি, নিহত ২

|

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

নিউইয়র্ক পোস্টের খবর থেকে জানা যায়, রোববার (২৪ জুলাই) বিকেল ৪টায় (স্থানীয় সময়) সান পেড্রোর পেক পার্কের ভেতর একটি গাড়ির শো চলাকালীন সময় দুইটি গ্রুপের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, তদন্তকারীরা মনে করছেন পেক পার্কে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গোলাগুলির সূত্রপাত হয়েছে। অতিরিক্ত প্রমাণ সংগ্রহের জন্য তারা পার্কটিতে ব্যাপক খোঁজাখুঁজি চালাচ্ছেন বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পুলিশ মনে করছে এ ঘটনার সাথে একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে। তবে রোববার রাত পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply