সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার আলীনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ওই গ্রামের মোন্নাফ হোসেনের স্ত্রী হামিদা আক্তার (২৯) ও সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (৩২)।
পরদিন সোমবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মাদক ব্যবসায়ী হামিদা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় হেরোইন বিক্রির সময় হামিদা ও জসিম উদ্দিনকে হাতে নাতে ধরা হয়।তাদের কাছ থেকে ৫০৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আনুমানিক ৫০ লাখ ৫০ হাজার টাকা।
ডিবির ওসি মোহাম্মদ মোশারফ হোসেন আরও জানান, হামিদা আক্তার ও তার স্বামী মোন্নাফ হোসেন এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। হামিদার বিরুদ্ধে ৪টি মাদকের মামলা রয়েছে এবং মোন্নাফের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে ১৩টি। এক মামলায় গ্রেফতার হয়ে মোন্নাফ বর্তমানে কারাগারে আছেন। স্বামীর অবর্তমানে স্ত্রী হামিদা আক্তারই মাদক ব্যবসার হাল ধরেছিলেন।
ওসি জানান, গ্রেফতার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে। এরপরই তাদের জেল হাজতে পাঠানো হবে।
এটিএম/
Leave a reply