আজকের বাংলাদেশ সেই জামাত বিএনপির আমলের ভিক্ষুকের দেশ নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বলেন, এখন আর দেশে কেউ না খেয়ে ঘুমায় না, বরং বহির্বিশ্বে বিপদে পড়া দেশকে খাদ্য সহায়তাকারী দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
সোমবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর দক্ষিণখান থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও যড়যন্ত্রের ও অপপ্রচারে নেমেছে একাত্তরের হত্যাকারী, ২১ আগস্টের গ্রেনেড হামলাকারী, অগ্নি সন্ত্রাসী সেই অপশক্তি। আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা।
তিনি বলেন, উন্নত সমৃদ্ধ দেশগুলোও আজ অর্থনৈতিক সংকটে পড়েছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। করোনার সময়েও বাংলাদেশ প্রবৃদ্ধি ধরে রাখতেও সক্ষম হয়েছে।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে দীপু মনি বলেন, তৃণমূল আজ যেমন ঐক্যবদ্ধ রয়েছে, আগামীতে একইভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ভারি করার জন্য কোনোভাবে বিতর্কিত কাউকে দলে না রাখারও আহ্বান জানান তিনি।
ইউএইচ/
Leave a reply