থাইল্যান্ডে ঐতিহ্যবাহী বাফেলো রেস শুরু

|

থাইল্যান্ডে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাফেলো রেস বা মহিষের দৌড় প্রতিযোগিতা। প্রতি বর্ষায় ফসল উত্তোলনের মৌসুমে আয়োজন করা হয় এই উৎসবের। যার প্রচলন শুরু হয়েছিলো ৪শ বছর আগে। আয়োজকরা বলছেন, হাল চাষে কোন মহিষ কতোটা দক্ষ, সেটাও পরখ করা হয় এই প্রতিযোগিতায়।

প্রতি বর্ষায় ফসল ঘরে তোলার পর এমন বিশেষ উৎসবের আয়োজন করে থাকে থাইল্যান্ডবাসী। বিশেষ করে গ্রামাঞ্চলে ঐতিহ্যবাহী এই উৎসব হয়ে আসছে শতশত বছর ধরে। কাদা মাটিতে মহিষের দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমান ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ।

দুর্ঘটনার ঝুঁকি থাকায় আধুনিক কৃষি যুগে এমন আয়োজন অনেকের কাছে রীতিমত পাগলামিও বটে। তবে আয়োজকরা কৃষকের আনন্দ আর নিজেদের ঐতিহ্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন বলে দাবি করেছেন। উৎসবের আয়োজক পংসাথ্রন পাসোমসুপ জানান, এ বছর স্থানীয়ভাবে তারাই প্রথম এ উৎসব শুরু করেছেন।

আয়োজক পংসাথ্রন পাসোমসুপ বলেন, একেবারে নিজস্ব উদ্যোগ এবং অর্থায়নে চেষ্টা করেছি আয়োজনের। মানুষের অংশগ্রহণ দেখে মনে হচ্ছে সফল আমরা। প্রতিবছর এই আয়োজনের ধারা অব্যাহত রাখতে চাই।

গোটা অঞ্চলে কার মাহিষ হালচাষের জন্য কতোটা দক্ষ সেটাও দেখা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply