৬ মাস আগে বাদ পড়া ধাওয়ান কেন অধিনায়ক, জাদেজার প্রশ্ন

|

ছবি: সংগৃহীত

চলমান উন্ডিজ সিরিজে শিখর ধাওয়ানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। ৬ মাস আগে দল থেকে বাদ পড়ার পর স্কোয়াডে অনিয়মিত শিখর ধাওয়ানকে কেন অধিনায়ক করা হলো, এ নিয়ে সমালোচনা করেছেন তিনি।

রোহিত শর্মার অধীনে আক্রমণাত্মক ক্রিকেট খেলছে ভারত। দলের এই পরিকল্পনা থেকে বাদ পড়ার পর থেকেই শিখর ধাওয়ান অনিয়মিত ক্রিকেটার হয়ে গেছেন নির্বাচকদের কাছে। ৬ মাস আগেই মূল দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। কারণ, ভারতের মূল লক্ষ্য ছিল তরুণ খেলোয়াড়দের নিয়ে পরিকল্পনা সাজানো।

ফ্যান কোড অনুষ্ঠানে অজয় জাদেজা এ প্রসঙ্গে বলেন, আমি আসলেই জানি না সে (ধাওয়ান) এখানে কী করছে! ৬ মাস আগেই তো সে দল থেকে বাদ পড়েছিল। কে এল রাহুলসহ তরুণ কয়েকজন খেলোয়াড় আছে পাইপ লাইনে। তারপর হঠাৎ ধাওয়ানকে শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক করা হলো। তারপর তাকে বাদ দেয়া হলো। তারপর হুট করে আবার ফিরিয়ে আনা হলো ইংল্যান্ড সিরিজে। টিম ম্যানেজমেন্ট কি ভাবছে বুঝতে পারছি না। রোহিত শর্মাও বলেছিলেন, ভারত খেলবে আক্রমণাত্মক ক্রিকেট, এবং ধাওয়ান এই পরিকল্পনায় নেই।

আরও পড়ুন: স্থগিত হলো ধোনির করা মামলা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply