শারীরিক অবস্থার উন্নতি ফেরদৌস ওয়াহিদের

|

বাইপাস সার্জারির পর এখন শারীরিক অবস্থার উন্নতির দিকে দেশের জনপ্রিয় পপ গায়ক ফেরদৌস ওয়াহিদের। জানা গেছে, সম্প্রতি হার্টঅ্যাটাক করেছিলেন ফেরদৌস ওয়াহিদ। এখন রাজধানীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গায়কের পরিবার সূত্রে জানা গেছে, পূর্বে তার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ায় তখন হার্টে রিং পরানো হয়েছিল। সম্প্রতি অসুস্থ হলে দেখা যায় একাধিক ব্লক রয়েছে হার্টে। তাই চিকিৎসকের পরামর্শে বাইপাস সার্জারি করা হয় তার হার্টে। অপারেশনের পর ফলোঅপের জন্য এখন হাসপাতালেই রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এখন কিছুটা সুস্থ আছেন ফেরদৌস ওয়াহিদ। ক্রমেই স্বাভাবিক হচ্ছে তার শরীর। এভাবে উন্নতি হতে থাকলে শিগগিরই তাকে ছাড়পত্র দেয়া হবে।

এদিকে, বাবার সুস্থতার কথা নিশ্চিত করে ফেসবুকে পোস্ট করেছেন ফেরদৌস পুত্র জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ। তার পোস্টে তিনি লেখেন, আপনাদের দোয়ায়, মহান আল্লাহর ইচ্ছায় জনাব ফেরদৌস ওয়াহিদ ওপেন হার্ট বাইপাস সার্জারির পর আস্তে আস্তে তার চিরচেনা রূপে ফিরছেন. উনার পাশে দাঁড়িয়ে আছেন ডাক্তার জাহাঙ্গীর কবির। যিনি এ দেশের অত্যান্ত স্বনামধন্য একজন হার্ট সার্জন। সার্জারিটি মোটেও সহজ ছিল না কিন্তু উনার দক্ষ হাতে খুব ভালভাবেই তা সম্পন্ন হয়। ডাক্তার সাহেবের প্রতি রইলো আমাদের পরিবারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। ঢাকার ইউনাইটেড হাসপাতালে অনেক যত্ন সহকারে তারা আমাদের প্রিয় এই পপ সম্রাট এর দেখাশোনা করেছেন যা তার দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে অনেক সহায়ক হবে ইনশাআল্লাহ। তাই তাদের সবার প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে রইলো অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply