বাবুল আক্তারের সন্তানদের জবানবন্দি গ্রহণের সময় চাচার প্রবেশের অভিযোগ, হাইকোর্টে তলব

|

মাহমুদা খাতুন মিতু ও বাবুল আক্তার। ফাইল ছবি।

সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানের জবানবন্দি নেওয়ার সময় আদালতের আদেশ অমান্য হয়েছে কি না তা জানতে বাবুল আক্তারের ভাই অ্যাডভোকেট হাবিবুর রহমান লাবু ও মাগুরার সমাজসেবা কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৭ আগস্ট তাদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত জানায়, শুধু দাদার উপস্থিতিতে শিশুদের জবানবন্দি রেকর্ড করার জন্য আদেশ দেয়া হয়েছিল। কিন্তু তাদের চাচা জোর করে সেখানে প্রবেশের চেষ্টা করেছে বলে অভিযোগ এসেছে। আদালত চাচা ও সমাজসেবা কর্মকর্তার মুখে সেদিনের ঘটনা শুনতে চায়। আদালতের আদেশ অমান্য হয়েছে কি না, তা জানতে চায়। এ কারণে তাদের ৭ জুন আসতে হবে।

গত ৮ জুন মিতু হত্যা মামলায় তাদের দুই সন্তানের জবানবন্দি নিতে পিবিআই কর্মকর্তাদের চট্টগ্রাম থেকে মাগুরায় যাওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

আরও পড়ুন: চাকরি না ছাড়ায় বিয়ের আড়াই মাস পর স্ত্রীকে হত্যা করেছে স্বামী

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply