২০৪০ সালে ইউরোপের মতো শক্তিশালী দেশে পরিণত হবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

মৌলভীবাজার করেসপনডেন্ট:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, বাংলাদেশ আমুল বদলে গেছে। দারিদ্র্য ক্ষুধা এসব আর এখন নেই। ২০৪০ সালে ইউরোপের মতো হবে দেশ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অলিলা গ্রুপের একটি কারখানার উদ্বোধনের পর আলোচনাকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যথার্থভাবে আজ বাংলাদেশ বদলে গেছে। দারিদ্র্য ক্ষুধা এসব বাংলাদেশে এখন নেই। এখন কোথাও শোনা যায় না, বিনা খাবারে কোথাও কেউ মারা গিয়েছে। খাদ্য বা চিকিৎসা কোনোকিছুরই অভাব নেই দেশের কোথাও এখন। আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা একের পর এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি। পদ্মা সেতুর বিষয়ে তিনি বলেন, এটা আমাদের মাত্র শুরু। এর থেকেও আমরা আরও অনেক এগিয়ে যাব। ২০৪০ সালে আমরা ইউরোপের মতো একটি শক্তিশালী দেশে পরিণত হব।

অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার হবিগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply