আর কিছুক্ষণের মধ্যেই ইংল্যান্ডের বার্মিংহামে জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিক পর্দা উঠবে কমনওয়েলথ গেমসের এবারের আসরের। যেখানে সাত ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। এবার আর্চারি ও শ্যূটিং না থাকায় পদকের প্রত্যাশা নেই অ্যাথলেট ও কর্মকর্তাদের। তবে চমক দেখাতে পারেন স্প্রিন্টার ইমরানুর রহমান ও বক্সার সুরা কৃষ্ণ চাকমা।
আসরে ১৯টি ডিসিপ্লিনে হবে ২৮০টি পদকের নিষ্পত্তি। অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। লড়বেন বাংলাদেশের ২৯ অ্যাথলেট। অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, সাঁতার, বক্সিং, জিমন্যাস্টিক্স ও কুস্তি ডিসিপ্লিনে লড়বেন লাল-সবুজ প্রতিনিধিরা। তবে সেটিও যেন অনেকটা নিয়মরক্ষার অংশগ্রহণ।
এর আগে, কমনওয়েলথে পদক এসেছে শ্যূটারদের হাত ধরে। সবশেষ আসরেও বাকি-শাকিলে মান রক্ষা হয়েছে বাংলাদেশের। সবেধন নীলমনি সেই শ্যূটিং ডিসিপ্লিন রাখা হয়নি এবারের আসরে। নেই বাংলাদেশের জন্য আরেক সম্ভাবনার আর্চারি ডিসিপ্লিনও।
আরও পড়ুন: যে উপলক্ষে মুশফিকের মাথায় আইসিসির ক্যাপ
তবে প্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমানের সেরা টাইমিং ও বক্সিংয়ে সুরা কৃষ্ণ চাকমার সাম্প্রতিক পারফরমেন্স আশা দেখাচ্ছে বাংলাদেশকে।
জেডআই/
Leave a reply