আগুন নিয়ে খেললে সেই আগুনেই পুড়তে হবে, ফোনালাপে চীনা প্রেসিডেন্টের হুঁশিয়ারি

|

ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কথা হয় তাইওয়ান নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনা ও বাণিজ্য বিরোধ নিয়ে। এ সময় চীনের প্রেসিডেন্ট বলেন, যারা আগুন নিয়ে খেলবে তাদের সেই আগুনেই পুড়তে হবে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ফোনে এ দুই পরাশক্তি রাষ্ট্র প্রধানের কথোপকথন অনুষ্ঠিত হয়। খবর এএফপির।

এ বিষয়ে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, টানা ২ ঘণ্টা ফোনালাপ করেন তারা। এ সময় বাইডেন শি জিনপিংকে জানান, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত থাকবে।

এদিকে ফোনে জিনপিং বলেন, যারা আগুন নিয়ে খেলবে, তাদের ওই আগুনেই পুড়তে হবে। আশা করি, যুক্তরাষ্ট্র সেটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পারবে।

চীনের গণমাধ্যমে জানিয়েছে, ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রকে ওয়ান চায়না নীতি মেনে চলতে হবে। ওয়ান চায়নার অর্থ তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্ত করা।

উল্লেখ্য, চীন কখনোই তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকার করে না। তারা তাইওয়ানকে নিজদের ভূখণ্ড বলে দাবি করে। তবে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply