কিয়েভে রাশিয়ার ছয় দফা মিসাইল হামলা

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে ছয় দফা মিসাইল ছুড়েছে রুশবহর। বৃহস্পতিবারের ওই অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে পাঁচ জন। এ হামলায় গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। খবর বার্তা সংস্থা এপির।

খবরে বলা হয়, রাশিয়া এই মিসাইলগুলো কৃষ্ণ সাগর থেকে ছুড়েছে। এই হামলায় একটি সামরিক ঘাঁটি এবং দুটি বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

কিয়েভের আঞ্চলিক গভর্নর জানান, আহতদের মধ্যে পাঁচজন বেসামরিক ইউক্রেনীয়। বাকিরা সবাই সেনা সদস্য। একই সাথে বুশা শহরে ছোড়া মিসাইল প্রতিহতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী।

গভর্নর দাবি করেন, রুশবহরের অস্ত্র-খাবার সরবরাহের জন্য ব্যবহৃত গুরুত্বপূর্ণ তিনটি সেতু ধ্বংস করা হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ, মাইকোলাইভ এবং বন্দর নগরী খেরসন ঘিরেও তুমুল লড়াই চলছে।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি- গেল ২৪ ঘণ্টার অভিযানে কমপক্ষে ইউক্রেনের ১৩০ সেনা প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: পুয়ের্তো রিকোর সমুদ্র উপকূলে নৌকাডুবিতে নিহত ৫, উদ্ধার ৬৬
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply