বিরোধী দল এবং মানবাধিকার কর্মীদের বিক্ষোভের মাঝেই ফ্রান্স সফরে গেলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার ইউরোপ সফরের অংশ হিসেবে গ্রিস থেকে ফ্রান্সে পাড়ি জমান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যার পর এটিই তার প্রথম ইউরোপ সফর। এদিন প্রেসিডেন্টের বাসভবন এলিসিতে মোহাম্মদ বিন সালমানকে অভ্যর্থনা জানান ইমানুয়েল ম্যাকরন। নৈশভোজে অংশ নেন দুই নেতা।
ফরাসি প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট সামাল দিতে আলোচনা করবেন ম্যাকরন-মোহাম্মদ বিন সালমান। সৌদির তেল উৎপাদন বাড়ানোর আহ্বান জানাবেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়া ইরানের পারমাণবিক প্রকল্পে লাগাম টানার ব্যাপারেও হবে আলোচনা।
সৌদি ক্রাউন প্রিন্সের ইউরোপ সফরের মাত্র দু’সপ্তাহ আগে রিয়াদ সফর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, উপসাগরীয় অঞ্চলে রাশিয়া, চীন ও ইরানের ক্রমবর্ধমান প্রভাব রুখতে সৌদির সাথে সম্পর্ক জোরদারের চেষ্টা করছে পশ্চিমারা।
আরও পড়ুন: মেক্সিকোতে পরিত্যক্ত ট্রাক থেকে ৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ইউএইচ/
Leave a reply