দোনেৎস্কের কারাগারে ইউক্রেনের মিসাইল হামলায় নিহত ৪০ ইউক্রেনীয়

|

ছবি: সংগৃহীত

রুশ বিচ্ছিন্নতাবাদীদের দখলকৃত দোনেৎস্কের ওলেনিভকার একটি কারাগারে ইউক্রেনের চালানো হামলায় ৪০ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭৫ জন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। খবর আলজাজিরার।

শুক্রবার (২৯ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও একাধিক রুশ গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এম-১৪২ হাইমার্স) ওলেনিভকা অঞ্চলের এক প্রি-ট্রায়াল বন্দিশালায় আঘাত হানে, যেখানে যুদ্ধে আটক ইউক্রেনীয় সামরিক বাহিনীর সদস্যরা ‘যুদ্ধবন্দী’ হিসেবে বন্দি হয়ে ছিলেন। এ হামলায় ৪০ জন ইউক্রেনীয় ‘যুদ্ধবন্দী’ নিহত ও ৭৫ জন ‘যুদ্ধবন্দী’ আহত হয়েছেন। এছাড়া কারাগারের ৮ জন স্টাফও আহত হয়েছেন। 

এদিকে, এক টুইট বার্তায় এ হামলার দায় অস্বীকার করে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্টন গেরাশ্চেনকো বলেছেন, ইউক্রেন অবশ্যই এমন কোনো জায়গায় আক্রমণ করবে না। এটি হয় মিথ্যা আর নয়তো জঘন্য কোনো রুশ চক্রান্ত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply