প্রতিষ্ঠার ৬২ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ১২টি গ্রাম

|

ফাইল ছবি

দূর হলো প্রদীপের নিচের অন্ধকার। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ৬২ বছর পর বিদ্যুৎ সংযোগ পেলো, আশপাশের ১২টি গ্রাম। ৫ যুগ ধরে অন্ধকারাচ্ছন্ন ওই এলাকা এখন আলোকিত। দীর্ঘদিনের বঞ্চনা আর ক্ষোভের কথা ভুলে অবশেষে হাসি ফুটেছে এসব গ্রামের ৫ হাজার বাসিন্দার মুখে।

১৯৬০ সালে স্থাপিত কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাঙামাটি শহরে সরবরাহ করা হলেও, বঞ্চিত ছিলো বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের অর্ধশতাধিক গ্রাম। জলবিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত কয়েক শত পরিবারকে বিনামুল্যে বিদ্যুৎ দেয়ার কথা থাকলেও, তা হয়নি এতোদিন। তবে অবশেষে ঘুচেছে আক্ষেপ। ৬২ বছর পর বিদ্যুৎ সংযোগ পেয়ে এখন আলোকিত বড়াদম, কামিলাছড়ি, জীবতলী, মানিকছড়িসহ জলবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের ১২টি গ্রাম।

দূর্গম এ এলাকার ঘরে ঘরে জীবদ্দশায় বিদ্যুৎ দেখতে পাবেন, ভাবেননি প্রবীনদের অনেকে। রাঙামাটি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ৬২ বছর পরে আমাদের এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলো এতে আমি ব্যক্তিগতভাবে খুশি, এলাকার সবাই খুশি।

এতে ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশসহ আর্থ সামাজিক পরিবর্তন আসবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের।
এ প্রসঙ্গে রাঙামাটি বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী উজ্জল বড়ুয়া বলেন, আপামর জনগণের জন্য অর্থনীতির চাকা সচল হলো। এখন তাদের জীবনমানের অনেক উন্নতি হবে বলে আমরা মনে করছি।

প্রসঙ্গত, পার্বত্য অঞ্চলকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে ৫৫৬ কোটি টাকার প্রকল্প শুরু হয় ২০১৭ সালে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply