বিক্ষোভের কারণে আইএমএফের সাথে চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

|

চলমান বিক্ষোভের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সাথে সমঝোতা চুক্তিতে পৌঁছানো যাচ্ছে না। রোববার (৩১ জুলাই) এমন দোষারোপ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট জানান, দাতা সংস্থাটির সাথে ইতিবাচক আলোচনা চললেও সেপ্টেম্বরে পিছিয়েছে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা। কারণ, সহায়তা দেয়ার আগে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় আইএমএফ। দেশকে চরম অর্থনৈতিক সংকট এবং দেউলিয়াত্ব থেকে উদ্ধারে মন্ত্রিসভাকে কার্যকরী পথ খোঁজার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। একইসাথে বিক্ষোভকারীদেরও ঘরে ফেরার তাগিদ দেন।

স্বাধীনতার পর ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক পরিস্থিতি দেখছে শ্রীলঙ্কা। নেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঘোষিত হয়েছে খেলাপি। নতুনভাবে শ্রীলঙ্কায় অর্থায়ন না করলেও জরুরি প্রয়োজনীয় ওষুধ, খাবার ও রান্নার গ্যাস কিনতে ১৬ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে বিশ্ব ব্যাংক।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply