ম্যানইউতে ‘থিঙ্কট্যাংক’ হয়ে ফার্গির প্রত্যাবর্তন

|

ব্রায়ান রবসন ও ডেভিড জিলের সাথে স্যার অ্যালেক্স ফার্গুসন। ছবি: সংগৃহীত

দলকে সেরা ছন্দে আনতে আবারও স্যার অ্যালেক্স ফার্গুসনকে ফেরাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে অবসর ভেঙে কোচিংয়ে ফিরছেন না তিনি। দলের দুর্দশা কাটাতে নতুন দায়িত্ব পাচ্ছেন এই কিংবদন্তি স্কটিশ।

২০১৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের চাকরি ছেড়ে এই পেশা থেকে অবসর নিয়েছেন ওল্ড ট্রাফোর্ডের ইতিহাস নতুন করে লেখা স্যার অ্যালেক্স ফার্গুসন । এরপর থেকেই যেন ধুঁকছে ম্যানইউ! নিজের উত্তরসূরি হিসেবে ডেভিড ময়েসকে বেছে নিয়েছিলেন স্যার ফার্গি। তবে তার এই সিদ্ধান্ত কাজে লাগেনি। এরপর লুই ভ্যান গাল, হোসে মরিনহো, রালফ রাংনিকরা আসলেও পাল্টায়নি ম্যানইউর দুর্দশা। এখন দলের দায়িত্বে আছে আয়াক্সের সাবেক কোচ এরিক টেন হ্যাগ।

ছবি: সংগৃহীত

ফার্গি পরবর্তী ৯ বছরে আটজন কোচ বদলেও মিলছে না প্রত্যাশিত সাফল্য। আবারও তাই এই স্কটিশের দারস্থ হয়েছে রেড ডেভিলরা। ৮০ বছর বয়সী এই অভিজ্ঞের নেতৃত্বে থিঙ্কট্যাংক নামে একটি উইং গঠন করেছে কর্তৃপক্ষ। তবে কেবল ফার্গুসন একা নন, ম্যানইউর সাবেক অধিনায়ক ব্রায়ান রবসন ও সাবেক প্রধান নির্বাহী ডেভিড জিলকেও রাখা হয়েছে থিঙ্কট্যাংকে। এই তিন অভিজ্ঞর দেখানো পথে সুদিনে ফেরার অপেক্ষায় আছে ইউনাইটেড।

আরও পড়ুন: ম্যানসিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা লিভারপুলের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply