কুমিল্লায় সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

|

কুমিল্লা ব্যুরো:

গত এক বছরে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির হাতে আটককৃত ৯ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৪৩৭ টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) দুপুরে কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবি সেক্টরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন এমপি।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ২০ হাজার ৮৪৭ বোতল ফেনসিডিল, ৩ লাখ ১০ হাজার ১০৫ কেজি গাঁজা, ৩২ হাজার ৯০২ বোতল বিদেশি মদ, ১০ হাজার ২৮২ পিস ইয়াবা, ১ লাখ ৫১ হাজার ২৬০ পিস টার্গেট/সিনেগ্রা ট্যাবলেট, ৪ হাজার ১৮৪ বোতল স্কাপ সিরাপসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসহাক। এছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, সেক্টর সদর দফতর, কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন, পুলিশ সুপার ফারুক আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, জেলা প্রশাসক মো. কামরুল হাসান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply