নোয়াখালীতে বিষাক্ত জেলি মিশ্রিত ১২০ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড

|

নোয়াখালী সদর পৌর বাজারে পরিচালিত মোবাইল কোর্ট।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১২০ কেজি বিষাক্ত জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। পরে জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়িগুলো ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে নোয়াখালীর সদর উপজেলার পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ির ভেতরে বিষাক্ত জেলি ঢুকিয়ে ওজন বাড়িয়ে বিক্রির অভিযোগে আতিকুল ও ইসমাইল নামের স্থানীয় দুই মাছ ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। পরে মাছগুলো উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন থেকেই চিংড়ির ওজন বাড়াতে মাইজদী পৌর বাজারে বিষাক্ত জেলি ঢুকিয়ে চিংড়ি বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। তারই প্রেক্ষিতে আমরা এ বিশেষ অভিযান পরিচালনা করি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply