ন্যান্সি পেলোসিকে অপমানের অভিযোগ

|

ছবি: সংগৃহীত

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসিকে ‘অপমান’ করার অভিযোগ উঠেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন-সুক-ইউলের বিরুদ্ধে। সফররত রাষ্ট্রীয় অতিথির সাথে সাক্ষাৎ না করায় কঠোর সমালোচনায় বিদ্ধ তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

অবশ্য প্রেসিডেন্ট দফতরের তরফ থেকে এ বিষয়ে বিবৃতি দেয়া হয়েছে। জানানো হয়, পূর্ব-নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটিতে ছিলেন প্রেসিডেন্ট। কিন্তু বেশ কয়েকবার মার্কিন কূটনীতিক দলের সাথে যোগাযোগ করা হয়। টেলিফোনেই ৪০ মিনিট কোরীয় প্রেসিডেন্ট আলাপ সারেন ন্যান্সি পেলোসির সাথে।

বিশ্লেষকদের অভিমত, চীন ও প্রতিবেশী উত্তর কোরিয়াকে শান্ত রাখতে ইউনের এ কৌশল। এমনকি যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ পদধারী ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে কোনো প্রতিনিধি দল পাঠানো হয়নি। যাকে অতিথির অপমান বলছে বিরোধীরা।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply