যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিতের ঘোষণা চীনের

|

বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন। এরমধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলাসহ বেশ কয়েকটি ইস্যু। খবর বিবিসির।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসশনাল প্রতিনিধি দল তাইওয়ান সফরের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বেইজিং। গতকাল (৫ আগস্ট) শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ সিদ্ধান্ত জানায়। এছাড়া ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞার ঘোষণাও এসেছে এদিন।

বেইজিংয়ের ভাষ্য, মার্কিন স্পিকারের এই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply