‘সেপ্টেম্বরে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সরকার’

|

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

আগামী মাসে লোডশেডিং থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শিল্পখাতে অঞ্চলভেদে ছুটির দিন নির্ধারণ হবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, এতে গ্যাস, বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। আর এর সুফল পাবেন উদ্যোক্তারা।

এদিকে, শিল্প খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। তাদের ভাষ্য, রফতানি খাতে ভালো করতে হলে আগের মতো বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল কমলে তা আবারও পুনঃ নির্ধারণের দাবি জানান ব্যবসায়ী নেতারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply