আন্তজার্তিক মানব পাচারকারী চক্রের মূলহোতা আবুল হোসেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর পল্টন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) দুপুরে কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক কর্নেল আব্দুল্লাহ আল নোমান। তিনি জানান, গতকালের অভিযানে কনকর্ড রিক্রুটিং এজেন্সি থেকে তিনজন নারী ভুক্তভোগীসহ ত্রিশটির বেশি পাসপোর্ট জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রতিষ্ঠানটির রিক্রুটিং এজেন্সির বৈধতা থাকলেও এর আড়ালে অসহায় নারীদের হজে নেয়ার কথা বলে পাচার করে দিতো তারা। এ পর্যন্ত তারা আড়াই হাজার জনকে পাচার করেছে বলে জানিয়েছে তারা।
এ প্রক্রিয়ায় আসার জন্য ভুক্তভোগীদের কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে ব্লাকমেইল করতো এই রিক্রুটিং এজেন্সি।
/এডব্লিউ
Leave a reply