ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে দাবানল। এরইমধ্যে পুড়ে গেছে প্রায় ১৫ হাজার একর এলাকা। খবর রয়টার্সের।
ফায়ার সার্ভিসের ১০ হাজার কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অভিযানে যোগ দিয়েছে কয়েক হাজার স্বেচ্ছাসেবী। কালো ধোঁয়ায় ছেয়ে আছে বিশাল এলাকা। আবাসিক এলাকায়ও ছড়িয়ে পড়েছে আগুন। পুড়ে গেছে ১৬টি ভবন। সরিয়ে নেয়া হয়েছে ওই অঞ্চলের ১০ হাজারের বেশি বাসিন্দাকে। বন্ধ করে দেয়া হয়েছে দু’টি গুরুত্বপূর্ণ মহাসড়ক। গতকাল বুধবার (১১ আগস্ট) দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শনে যান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। অঞ্চলটিতে দু’সপ্তাহ আগেও ভয়াবহ দাবানলে পুড়ে যায় ২০ হাজার হেক্টর বনভূমি এলাকা।
/এমএন
Leave a reply