মহড়ার পরিধি কমালেও তাইওয়ানে চীনের হামলার শঙ্কা কমেনি। এ সতকর্তা জানিয়েছেন অঞ্চলটির প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।
বিবৃতিতে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, যেকোনো সময় তাইওয়ান প্রণালীকে ঘিরে আবারও মহড়ার পরিধি বাড়াতে পারে চীন। তাই সামরিক প্রশিক্ষণের মাত্রা কমিয়ে আনলেও এখনও নিরাপদ নয় অঞ্চলটি।
পাল্টা প্রতিরোধে হুঁশিয়ারি জানিয়ে ওয়েন বলেন, চীনের উস্কানিমূলক মহড়াকে কেন্দ্র করে যেভাবে আন্তর্জাতিক মহল আমাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা অভিভূত। আমরা কারও সাথে সংঘাত চাই না। তবে আগ্রাসন হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। নিজ ভূখণ্ড রক্ষায় বদ্ধ পরিকর তাইওয়ানের সামরিক বাহিনী।
এর আগে, বুধবার তাইওয়ান প্রণালীকে ঘিরে সামরিক মহড়ার পরিধি কমিয়ে আনে চীন। হ্রাস করা হয় যুদ্ধ বিমান ও জাহাজের সংখ্যাও। তাইপের অভিযোগ, মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে তাইওয়ান প্রণালীতে মহড়া দেয়ার অজুহাত হিসেবে ব্যবহার করেছে চীন।
সূত্র: রয়টার্স।
জেডআই/
Leave a reply