কিউই সাগরতীরে আটকা ডলফিনকে ভেজা তোয়ালে জড়িয়ে দীর্ঘক্ষণ বাঁচিয়ে রাখেন স্বেচ্ছাসেবীরা

|

ছবি: সংগৃহীত

সাগরতীরে আটকে পড়া ৭টি ডলফিনকে উদ্ধার করেছেন নিউজিল্যান্ডের একদল স্বেচ্ছাসেবী। অকল্যান্ডের ওয়াইহেক দ্বীপের উপকূলে আটকা পড়েছিলো ডলফিনগুলো।

সংবাদমাধ্যমের খবর, উপকূলে আটকা পড়ে ৯টি ডলফিন। তাদের সহায়তায় এগিয়ে আসেন স্থানীয়রা। পানি ছিটিয়ে আর ভেজা তোয়ালে জড়িয়ে ডলফিনগুলোকে জীবিত রাখার চেষ্টা করেন তারা। দীর্ঘ সময় প্রচেষ্টার পর ৭টি ডলফিনকে সাগরে ফেরত পাঠাতে সক্ষম হন স্বেচ্ছাসেবীরা। তবে মারা যায় দু’টি ডলফিন।

নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় ডলফিন এবং তিমি আটকে পড়ার হার সবচেয়ে বেশি। তবে কেন এসব প্রাণী সাগরতীরে আটকা পড়ে তা এখনও রহস্যাবৃত গবেষকদের কাছে।

একটি আঞ্চলিক উপজাতীয় গোষ্ঠীর অংশগ্রহণকারীদের উল্লেখ করে স্বেচ্ছাসেবী ঐ সংস্থাটি ফেসবুক পোস্টে বলেছে, ডলফিন বাঁচানোতে আমাদের চিকিৎসক, সংরক্ষণ বিভাগ এবং স্থানীয় জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টা ছিল। জোয়ার বৃদ্ধির কারণে ডলফিনগুলো সমুদ্রে ভাসতে সক্ষম হয়।

আরও পড়ুন: উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া

সূত্র: রয়টার্স।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply