পানি মিশিয়ে পেট্রোল বিক্রি, পাম্প মালিককে জরিমানা

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

পানি মিশিয়ে পেট্রোল বিক্রির অভিযোগে নাটোরের লালপুরে একটি পেট্রোল পাম্প মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুরে অবস্থিত সততা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক জানিয়েছেন, সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা মোটরসাইকেল নিয়ে লালপুর উপজেলার গোপালপুরে অবস্থিত সততা ফিলিং স্টেশনে পেট্রোল নিতে যান। তেল নেয়ার পর মোটরসাইকেল স্টার্ট না নেয়ায় তাদের সন্দেহ হয়।

বিষয়টি তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠান ইউএনও মারিয়াম খাতুন। পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে পাম্প মালিক সিদ্দিকুর রহমানকে ৪৮ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। একই সাথে ভোক্তাদের ক্ষোভে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই পাম্পে পুলিশ মোতায়েন করা হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply