সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তালুকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ বছর বয়সী শাকিল চাঁচকৈড় মধ্যমপাড়ার শবিদুল ইসলামে ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, শাকিল পৌর সদরের তালুকদার পাড়ায় একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। একপর্যায়ে নির্মাণাধীন তিনতলায় বাঁশ বেয়ে ওঠার সময় বৈদ্যুতিক তারের স্পর্শে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এটিএম/
Leave a reply