নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। রাত থেকে কোথাও থেমে থেমে, কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাথে বইছে ঝড়ো হাওয়া।
এরই মধ্যে ফুঁসে উঠেছে উপকূলীয় নদ-নদীর পানি। লঘুচাপের প্রভাবে নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কায় স্থানীয়রা। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
ভোলা-সেন্টমার্টিন্সসহ বিভিন্ন স্থানে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। কক্সবাজার-পটুয়াখালীতে নৌযান ডুবে এখনও নিখোঁজ আছে বেশ কয়েকজন।
এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। তীরে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। বেড়েছে বাতাসের গতিবিধি। জারি আছে সতর্কতা। বৈরি আবহাওয়ায় সাগরে সৌন্দর্য দেখতে পতেঙ্গায় ভিড় জমিয়েছে পর্যটকরা। অনেকেই মানছে না বিধিনিষেধ। এমনকি সাগরেও নামছেন কেউ কেউ।
/এডব্লিউ
Leave a reply