জি-২০ বৈঠকে যোগ দেয়ার নৈতিক অধিকার রাশিয়ার নেই: ব্রিটেন

|

ইউক্রেনে আগ্রাসন চালানোর সময় জি-২০ বৈঠকে যোগ দেয়ার কোনো নৈতিক অধিকার রাশিয়ার নেই বলে জানিয়েছে ব্রিটেন। শুক্রবার (১৯ আগস্ট) ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মূখপাত্র এ তথ্য জানান। খবর রয়টার্সের।

মূখপাত্র জানান, ইউক্রনে আগ্রাসন চালিয়ে রাশিয়া জি-২০ ভুক্ত দেশগুলোর সাথে বৈঠকে যোগ দেয়ার নৈতিক অধিকার হারিয়েছে। এ সময় তিনি ইউক্রেন যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, জি-২০ বৈঠকে ইউক্রেনের হয়ে ভোলদেমির জেলেনস্কি প্রতিনিধিত্ব করতে পারেন।

আগামী নভেম্বরে ইন্দোনেশিয়া জি-২০ বৈঠক আয়োজন করবে। এছাড়া বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন বলে জানা গেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply