‘পররাষ্ট্রমন্ত্রী আ.লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়’

|

শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অনুষ্ঠান।

পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে যা বলেছেন সেটির ব্যাখ্যা তাকেই দিতে হবে। ড. এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগের কেউ না হওয়ায় তার বক্তব্যে দল বিব্রত নয়। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে শোক দিবস উপলক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, কোনো দেশের সমর্থনের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া বা থাকার কথা ভাবে না আওয়ামী লীগ। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে তার বক্তব্য জানা যায়নি। গণমাধ্যমকে এড়িয়ে চলে যান পররাষ্ট্রমন্ত্রী।

আলোচনায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার একজন অন্যতম ষড়যন্ত্রকারীই শুধু নন, জিয়াউর রহমান সহস্রাধিক সেনা কর্মকর্তাকে বিনা বিচারে খুন করেছিলেন। আর বিদেশি কূটনীতিকদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রতিশোধ নিতে নয়; ন্যায়বিচার নিশ্চিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত চায় বাংলাদেশ।

আরও পড়ুন: আওয়ামী লীগ বাংলাদেশের আত্মাকে ধ্বংস করে দিয়েছে: ফখরুল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply