শেরপা সানুর অনন্য রেকর্ড: বিশ্বের সর্বোচ্চ ১৪টি চূড়া দ্বিতীয়বার জয়

|

শেরপা সানু। ছবি: সংগৃহীত

অনন্য রেকর্ড গড়ে দেশে ফিরলেন নেপালের শেরপা সানু। দ্বিতীয়বারের মতো বিশ্বের ১৪টি সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন তিনি। পর্বাতারোহণের মাইলস্টোন তৈরি করে পাকিস্তান থেকে নেপালে নিজের বাসস্থানে ফিরেছেন তিনি। তাকে সেখানে দেয়া হয়েছেন অভ্যর্থনা।

ছবি: সংগৃহীত

শেরপা সানুর সামিট করা শৃঙ্গগুলোর প্রতিটির উচ্চতা ৮ হাজার মিটারের বেশি। নিজেই নিজের রেকর্ড ভেঙে শনিবার (২০ আগস্ট) কাঠমান্ডু ফেরেন ৪৮ বছর বয়সী সানু। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। শেরপাসহ ঐতিহ্যবাহী পোশাকে হাজির হন অনেকে। ঐতিহ্যবাহী নাচে গানে উদযাপন করেন সানুর অর্জন।

নেপালের পর্যটন মন্ত্রী জীবন রাম শ্রেষ্ঠ প্রশংসায় ভাসিয়েছেন শেরপা সানুকে। তিনি বলেছেন, পর্বতারোহণে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন তিনি। নেপালেরে প্রতিটি নাগরিকের জন্যই এই ঘটনা ভীষণ গর্বের। এই রেকর্ডে যেন নেপালিদের মর্যাদা আরও বেড়ে গেল। নেপালের পরিচয় ও স্বকীয়তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন শেরপা সানু।

ছবি: সংগৃহীত

নেপালের পূর্বাঞ্চলীয় সাংখু-বাসাভা জেলার বাসিন্দা সানু। কৈশোর থেকেই পাহাড়ে অভিযাত্রীদের গাইড হিসেবে কাজ করেন।

আরও পড়ুন: গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেক্সান্ডার দুগিনের মেয়ে

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply