আর্জেন্টিনার সান ফার্নান্দো শহর থেকে সাড়ে তিনশ কিলোমিটার দূরত্বে জ্বলছে আগুন। ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে শতাধিক কর্মী।
কালো ধোঁয়ায় ছেয়ে আছে বিশাল এলাকা। আগুন ছড়িয়ে পড়ার শঙ্কায় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরিবেশ দূষণের আশঙ্কাও জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার আর্জেন্টিনার অঞ্চলটিতে নতুন করে ছড়িয়ে পড়ে আগুন। এর মধ্যে কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবার তীব্রতা বাড়তে শুরু করেছে। খরা আর প্রচণ্ড বাতাসে দ্রুতগতিতে ছড়াচ্ছে আগুন।
গত কয়েক সপ্তাহে একাধিক দাবানলে অঞ্চলটিতে পুড়ে গেছে ১ লাখ হেক্টরের বেশি এলাকা।
/এডব্লিউ
Leave a reply