চলতি বছরের শেষে ইউক্রেনের জিডিপি কমবে ৩৫ থেকে ৪০ শতাংশ

|

রাশিয়ার সাথে সংঘাতের কারণে স্থবির হয়ে পড়েছে ইউক্রেনের অর্থনীতি। ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষে নাগাদ ৩৫ থেকে ৪০ শতাংশ কমবে ইউক্রেনের মোট দেশজ উৎপাদন বা জিডিপি। দেশটির অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করলো জাতীয় সংবাদ সংস্থা ইউনিফর্ম।

অর্থমন্ত্রী জুলিয়া সেরিদেনকো জানান, যুদ্ধের কারণেই অর্থনীতির এই দৈন্যদশা। তার দাবি, সরকার উদ্যোক্তাদের সহযোগিতার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায়, দেশের পশ্চিমাঞ্চল থেকে সরানো হয়েছে কমপক্ষে ৭০০ প্রতিষ্ঠান।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, যুদ্ধের আগে ইউক্রেনের জিডিপি ছিল তিন দশমিক দুই শতাংশ। সেখানে, ২০২২ সালের প্রথম প্রান্তিকেই জিডিপি কমেছে ১৯ শতাংশের বেশি। জুলাই মাসে, ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিলো, বছরশেষে মুদ্রাস্ফীতি ৩১ শতাংশে যেয়ে ঠেকবে।

আরও পড়ুন: রাশিয়ায় উৎপাদিত খাদ্য ও সারের অবাধ রফতানি চায় জাতিসংঘ

সূত্র: ডয়চে ভেলে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply