পুলিশ প্রধান এবং বিচারপতির বিরুদ্ধে কথা বলে তদন্তের মুখে ইমরান খান

|

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করলো পাকিস্তান পুলিশ। রোববার (২১ আগস্ট) তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগের বিরুদ্ধে উস্কানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ আনা হয়।

পিটিআই প্রধানকে গ্রেফতার করা হতে পারে, এমন বার্তা ছড়িয়ে পড়লে রাজধানী ইসলামাবাদে তার বাড়ির সামনে ভিড় জমান কর্মী-সমর্থকরা। এসময় সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা।

শনিবার রাতে রাওয়ালপিন্ডির এক জনসভায় সহকর্মীদের গ্রেফতার, অপহরণ ও হয়রানির অভিযোগ তোলেন ইমরান খান। সাবেক পাক প্রধানমন্ত্রী বলেন, অপকর্মের সাথে জড়িত ইসলামাবাদ পুলিশ প্রধান এবং এক নারী বিচারপতি। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা, পেমরা। তারা জানিয়েছে, নির্দেশনা না মানলে চ্যানেলগুলোর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, গত জুনে পার্লামেন্টের আস্থা ভোটে হেরে ক্ষমতা হারান ইমরান খান। এরপরই গণতান্ত্রিক এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে মাঠে নামেন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply