জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

|

ছবি: সংগৃহীত

আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশন ভবনে ইসির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। এ সময় সদ্য শূন্য হওয়া গাইবান্ধা ৫ আসনে সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার আসনে ১২ অক্টোবর ভোট হবে বলে জানায় কমিশন। সেখানে শতভাগ ইভিএমে ভোট নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ৬১ জেলা পরিষদে ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা আসে ইসির তরফ থেকে।

কমিশনের কাছে বর্তমানে যে পরিমাণ ইভিএম আছে তা দিয়ে ৭০ থেকে ৭৫টি আসনে নির্বাচন করা সম্ভব। দেড়শ’ আসনে শতভাগ ইভিএমে নির্বাচনের জন্য ইতোমধ্যে যন্ত্র কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply