বিষণ্নতা দূর করতে বিশ্ববিদ্যালয়ে ৫ কিলোমিটার দৌড়ের আয়োজন

|

সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মাঝে মানসিক বিষণ্নতা ও আত্মহত্যার প্রবনতা বেড়েছে। তাই তাদেরকে এই বিষণ্নতা থেকে মুক্ত করতে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব।

আজ শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন বয়সী মানুষ।

আয়োজকরা বলেন, বিষণ্নতা কাটাতে খেলাধুলা, শরীরচর্চার কোনো বিকল্প নেই। শরীরচর্চা মনকে প্রফুল্ল রাখে; তাই বিষণ্নতা কারো মনে স্থান নিতে পারে না। এজন্য এই ধরনের আয়োজন সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানকে করার আহ্বান জানান আয়োজকরা।

আরও পড়ুন: ‘ভিন্ন পদ্ধতিতে আবারও ক্ষমতায় যেতে সরকারের ইচ্ছের প্রতিফলন ঘটিয়েছে ইসি’

অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, দৌড় শরীর ও মানসিক স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা মাদক থেকেও শিক্ষার্থীসহ তরুণ-তরুণীদের মুক্ত রাখতে সাহায্য করে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply