লাভ করবে কিন্তু রোগীদের গলা কাটা যাবে না: স্বাস্থ্যের ডিজি

|

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। ফাইল ছবি।

বেসরকারি হাসপাতালগুলো লাভ করবে কিন্তু রোগীদের গলা কাটা যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। বলেন, যেখানেই সরকারি হাসপাতাল সেখানেই বেসরকারি হাসপাতালগুলো প্রতিষ্ঠিত হয়।

শনিবার (২৭ আগস্ট) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মধ্যে এক চুক্তি সই হয়। ওই অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্র করেই বেসরকারি হাসপাতালগুলো ব্যবসা করছে। অননুমোদিত হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। চুক্তির অধীনে শেখ হসিনা বার্ন ইন্সটিটিউটকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে ব্র্যাক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply