আফগানদের বোলিং তাণ্ডবে ১০৫ রানে থামলো লঙ্কানরা

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বোলারদের তোপে ১০৫ রানেই থেমেছে শ্রীলঙ্কার স্কোরবোর্ড। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট হারায় লঙ্কানরা। দুইটি উইকেটই নেন আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকী। বাঁহাতি এই পেসার লবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুশল মেন্ডিস (২) আর চারিথ আসালাঙ্কাকে (০)। এর মধ্যে কুশলের আউটটিতে আম্পায়ার আঙুল না তুললে রিভিউ নিয়ে জেতে আফগানিস্তান।

দ্বিতীয় ওভারের শেষ বলে এজ হন পাথুম নিশাঙ্কার তৃতীয় উইকেটটি নেন আফগানিস্তানের আরেক পেসার নাভীন উল হক। লঙ্কান স্কোরবোর্ডে রান তখন ৫। আর সাজঘরে ফিরেছেন ৩ ব্যাটার। অল্পতেই দাসুন শানাকার দল গুটিয়ে যাওয়ার শঙ্কার শুরু তখন, তা থেকে ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত থামে ১০৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন ভানুকা রাজাপাকসে। দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে ও চামিকা করুনারত্নে ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেন নাই। এরমধ্যে শেষ দিকে এসে লড়ে যান চামিকা করুনারত্নে। সে ৩১ রান করলে আফগানদের টার্গেট বড় হয়।

আফগান বোলারদের মধ্যে ফজল হক ফারুকী নেন ৩ উইকেট। মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী ২ উইকেট করে নেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply