আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্টের পক্ষে সমর্থকদের বিক্ষোভ

|

আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে তার সমর্থকরা। শনিবার (২৭ আগস্ট) সাবেক এই প্রেসিডেন্টের প্রতি সমর্থন জানাতে রাজপথে নামে তার হাজার হাজার অনুসারী।

বুয়েন্স আয়ার্সে ক্রিস্টিনার বাসভবনের সামনে মিছিল নিয়ে যান তারা। সেখানে আগে থেকেই জোরদার করা হয়েছিল নিরাপত্তা। ক্রিস্টিনার সমর্থকদের মিছিলে বাধা দেয় পুলিশ। লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী। শুরু হয় সংঘর্ষ। ৫ পুলিশ সদস্যসহ আহত হয় অনেকে। আটক করা হয় বেশ কয়েকজনকে।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন ক্রিস্টিনা, গত সোমবার এমন অভিযোগ আনেন দুই আইনজীবী। দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্টের ১২ বছরের সাজা ও রাজনীতিতে নিষেধাজ্ঞার আবেদন জানান তারা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে ক্রিস্টিনার সমর্থকরা।

২০০৭ ও ২০১৫ সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ক্রিস্টিনা। ২০১৯ সালে জোট সরকারের ভাইস প্রেসিডেন্ট হন তিনি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply