জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা জিতলো স্পেন

|

ছবি: সংগৃহীত

ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন। সেই সাথে, গেল আসরের ফাইনালে হারের মধুর প্রতিশোধও নেয়া হলো স্পেনের।

সবশেষ ২০১৮ বিশ্বকাপে জাপানের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল স্প্যানিশদের। এবারও ফাইনালে প্রতিপক্ষ ছিল সেই জাপান। তবে এবার আর ভুল করেনি স্পেন। প্রথম ৩০ মিনিটেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় দলটি। ম্যাচের ১২ মিনিটে ইমা গাবারোর গোলে লিড সম্পন্ন হয় লা রোহিতাদের। মিনিট দশের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সালমা পারায়ুয়েলো। ২৭ মিনিটে স্পপকিক গোলে লিড ৩-০ করেন সালমা।

৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন। বিরতির পর সুজু আমানোর গোলে ব্যবধান কমালেও তা যথেষ্ট ছিল না জাপানের জন্য। এরপর আক্রমণ চালিয়েও আর গোল পায়নি জাপান। অবশেষে ৩-১ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়ে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল। বিপরীতে নিজেদের প্রথম শিরোপা জয়ের উল্লাসে মাতে স্পেন অনূর্ধ্ব-২০ নারী দল।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply