সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত; ২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচনের লক্ষ্য ইসির

|

ঘনিয়ে আসছে ১২তম জাতীয় সংসদ নির্বাচনের সময়। তপ্ত হয়ে উঠছে রাজপথ। পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ ও সংঘর্ষের বীজ বুনছে কোথাও কোথাও। নির্বাচন কমিশনও ভোটের প্রস্তুতি শুরু করেছে। চূড়ান্ত করা হয়েছে রোডম্যাপ। যা সপ্তাহখানেক পরই ঘোষণা করার কথা রয়েছে।

২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচনের লক্ষ্য নিয়ে পরিকল্পনা ঠিক করছে ইসি। তফসিল দেয়া হতে পারে আগামী বছরের নভেম্বরে। নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, এবারও নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। তবে বিচারিক ক্ষমতা দেয়ার সুযোগ নেই। এবারই প্রথম দেশের সকল ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা মোতায়েন করবে ইসি।

নির্বাচন পরিকল্পনায় রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের সংলাপের প্রতিফলন থাকছে বলে দাবি মো. আলমগীরের। বলেন, যদি ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হয়, তাহলে নভেম্বরের ১৫ তারিখের মধ্যে শিডিউল দিতে হবে। ন্যূনতম ৪৫ দিন তো ব্যবধান রাখতে হয়। আর যদি জানুয়ারির ১ম সপ্তাহে হয়, তাহলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে শিডিউল হবে। সেনাবাহিনী নির্দিষ্ট এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তারা টহল দেবেন।

নির্বাচনে এবার রিটার্নিং কর্মকর্তা নিয়োগে পরিবর্তন আনতে চায় ইসি। কেন্দ্রে ভোট ডাকাতি ঠেকাতেও ব্যবস্থার কথা জানালেন তিনি।

এ নির্বাচন কমিশনার বললেন, যারা যোগ্য, আমাদের কর্মকর্তা আছেন, অতীতের নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়েছেন; এটার ওপর নির্ভর করে দায়িত্ব দেয়া হবে। প্রতি বুথে কমপক্ষে একটি ক্যামেরা থাকবে। কেন্দ্রের ভেতরে-বাইরে ক্যামেরা থাকবে।

বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি পূরণের সক্ষমতা নেই ইসির। আয়ত্বে থাকা ইভিএমের বিষয়েও দলটির দাবির পুরোপুরি বিপরীত সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে কি বিএনপিকে ছাড়াই আবারও নির্বাচনের প্রস্তুতি ইসির? এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, যেকোনো রাজনৈতিক দলের নির্বাচনে আসা-না আসা তার গণতান্ত্রিক অধিকার। আমরা সেই গণতান্ত্রিক অধিকারেকোনোক্রমেই হস্তক্ষেপ করতে পারি না। তারা কী ধরনের সহযোগিতা চায়, তা এসে আমাদের বলতে হবে। সহযোগিতা করতে যদি ব্যর্থ হয়, তখন তারা বলতে পারে আমরা এ কারণে নির্বাচন বর্জন করলাম।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্নের বাধ্যবাধকতা রয়েছে ইসির।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply