না খেলে বেড়াতে যাওয়ায় নিষিদ্ধ সাদিয়া-সোনাম

|

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের দুই টেবিল টেনিস খেলোয়াড় সাদিয়া রহমান ও সোনাম সুলতানা। কমনওয়েলথ গেমসে ম্যাচে অংশ না নিয়ে লন্ডনে বেড়াতে যাওয়ায় তাদেরকে নিষিদ্ধ করেছে ফেডারেশন।

বার্মিংহামে দ্বৈত নারী টেবিল টেনিসে ইংল্যান্ডের মারিয়া সাপসিনস ও হো টিন টিন জুটির বিপক্ষে ম্যাচে অংশ নেয়ার কথা ছিল সাদিয়া এবং সোনামের। ৫ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে খেলায় জুটি বেধে খেলার কথা ছিল তাদের। ঐ ম্যাচের আগের দিন চোটে পড়ায় কোর্টে নামেননি সোনাম। যে কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়াকওভার পায় ইংল্যান্ড। ঐ ম্যাচে অংশ না নিয়ে বেড়াতে যাওয়ার অভিযোগ ওঠায় দুজনকে ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যথাক্রমে দুই বছর ও তিন বছর নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন।

জানা গেছে, ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগে দুই খেলোয়াড়কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবে। এ জন্য ফেডারেশন তাদের শোকজ নোটিশ দেবে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলবে যে, কেন তাদের ঘরোয়া প্রতিযোগিতায় দুই বছর ও আন্তর্জাতিক খেলায় তিন বছর নিষিদ্ধ করা হবে না। দুই খেলোয়াড়ের কাছ থেকে জবাব পাওয়ার পরই ফেডারেশন আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: ৯ গোল খাওয়ার তিনদিনের মধ্যেই চাকরি থেকে বরখাস্ত বোর্নমাউথ কোচ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply