গোমস্তাপুরে কাঁচা সড়কে ভোগান্তি বছরের পর বছর, অভিযোগ করেও মিলছে না সমাধান

|

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রধান পাঁচটি রাস্তার অন্তত ২৫ কিলোমিটার সড়ক এখনও কাঁচা। ফলে বর্ষার মৌসুমে চলাচলে বিপত্তির মুখে পড়েন এসব এলাকার মানুষ। দশকের পর দশক এভাবে চলতে থাকলেও কোনো সুরাহা হয়নি। এলাকাবাসীর দাবি, অভিযোগ করেও কোনো সমাধানই হয়নি এ ভোগান্তির। প্রায়ই দুর্ঘটনা ঘটে এসব সড়কে।

গোমস্তাপুরের পার্বত্যিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, যেহেতু ক্ষেত্রে সরকার ভিত্তিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়, সেহেতু এমপি মহোদয় এক্ষেত্রে উদ্যোগ নিতে পারেন। বরাদ্দ নেই বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ এর সংসদ সদস্য আমিনুল হক।

এদিকে, এলজিইডির সহকারী প্রকৌশলী সুলতানুল ইমাম বলেন, এলাকার উন্নয়নে সেখানকার জনপ্রতিনিধিরা প্রথমে ডিও লেটার পাঠান। তার ভিত্তিতেই প্রকল্প নেয়া হয়। জনপ্রতিনিধিরা যেটা জনগণের জন্য বেশি প্রয়োজন বলে মনে করেন, সেটার ডিও লেটারই পাঠান।

এলজিইডির তথ্য অনুযায়ী, গোমস্তাপুর উপজেলায় এরকম কাঁচা সড়কের পরিমাণ ৩১০ কিলোমিটার। বহু বছর ধরে এ রাস্তায় ভোগান্তি সাথে নিয়েই চলাচল করছে কয়েকশ’ মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply