স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:
নেত্রকোণার মদনে আওয়ামী লীগের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলমসহ দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (৩১ আগস্ট) উপজেলার চাঁনগাও ইউনিয়নের শাহপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ফের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।
এ ঘটনায় আহত মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, এ এস আই খোরশেদ আলম, পুলিশ সদস্য আজিজুল ইসলাম, আওয়ামী লীগের কর্মী শরিফুল ইসলাম, রিপন মিয়া, বুলবুল আহমেদ, রোকন মিয়া, আনোয়ার হোসেন, মোশারফ ও সাগর মিয়াকে মদন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মদন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বুধবার এরই অংশ জন্য চাঁনগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে জড়ো হয় তারা। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও একই স্থানে জড়ো হতে
থাকে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট, পাটকেল ছুড়তে শুরু করলে ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এনিয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করার খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ওই একই স্থানে জড়ো হতে থাকে। দুই পক্ষের উত্তেজনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যেতেই বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর ইট, পাটকেল ছোড়ে। এতে আমিসহ ও আমার দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
এসজেড/
Leave a reply