খাগড়াছড়িতে ভোক্তা অধিকারের অভিযান: ফার্মেসি ও হোটেলকে জরিমানা

|

খাগড়াছড়িতে বুধবার (৩১ আগস্ট) দুপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় একটি ফার্মেসিকে ৫ হাজার ও খাবার হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে সতর্ক করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান দু’টিকে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লিজা জানান, মেয়াদবিহীন কাটা ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ সরক্ষণ করায় শহরের আদালত সড়কের ইরা ফার্মেসিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া শহরের নারিকেল বাগান সড়কের হাজী মোহছেন আউলিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, ফ্রীজে বাসী খাবার ও খাবার খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ৪৩ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় স্যানিটারি ইন্সপেক্টর নাউচিং চৌধুরী এবং জেলা পুলিশের একটি উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply